ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল খুলনা-৫ আসনের ১০ দলীয় নির্বাচনী জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত বিভিন্ন সরকারের ৫৪ বছরে ঘটে যাওয়া অর্থনৈতিক লুটপাট ও পাচার, রাজনৈতিক দমন পীড়ন, গুম খুন হত্যা সন্ত্রাস ও দুর্নীতির অধ্যায় শেষ করে জনগণ এখন ১০ দলীয় জোটের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে ঐক্যবদ্ধ হয়েছে। ফলে দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্ত হয়ে রাজনৈতিক পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন। আগামী নির্বাচনে কালো টাকার মালিক চাঁদাবাজ সন্ত্রাসীদের মোকাবেলা করে দল মত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মানবিক একটি সমৃদ্ধশীল কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। শুক্রবার বিকালে ফুলতলা স্বাধীনতা চত্বরে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনী মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে এবং মাওঃ সাইফুল হাসান খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আজম হাদি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী আজিজুল ইসলাম ফারাজী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা আল মুজাহিদ, অ্যাড. আবু ইউসুফ মোল্যা, মোঃ আশরাফুল আলম, শিবির জেলা সভাপতি আবু ইউসুফ ফকির, খানজাহানআলী থানা জামায়াতের আমির ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটো, খেলাফত মজলিস সভাপতি মোঃ জালাল উদ্দিন সরর্দার, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ রহমানি, মাওলানা গোলাম রাব্বী মোল্যা, শিক্ষক নেতা অধ্যক্ষ গাজী মারুফুল কবির, মাওলানা ওবায়দুল্লাহ শেখ, শেখ আলাউদ্দিন, গোলাম কিবরিয়া মিন্টু, শীতল কুমার মন্ডল প্রমুখ। পরে প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এক নির্বাচনী র্যালী বের হয়।