কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ও কেকেএসপি’র পরিচালনায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে “কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ খেলায় সন্ন্যাসগাছা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে মিলন ফুটবল একাদশ ঢাকা চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিলন ফুটবল একাদশের এনামুল। খেলা পরিচালনা ছিলেন, বরুণ কুমার সানা, সহকারী পরিচালক ছিলেন প্রনব কুমার, ও হাদীউজ্জামান। কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপি’র আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্ট ) এ,কে, এম সাঈদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৃহহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাউন্টস অফিসার মুহাঃ জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান ও খুলনা জেলা বি এন পির সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, ঢাকাস্থ পাইকগাছা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ মিস্ত্রী, কোষাধ্যক্ষ তারিকুল হাসান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এস এম খোরশেদ আলম। খেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী প্রদীপ কুমার দত্ত। আরও উপস্থিত ছিলেন কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক সঞ্চয় কুমার মন্ডল, তানহা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হারুন অর রশিদ, সমাজ সেবক অজয় কুমার সাধু, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক সন্তোষ কুমার সরকার। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সাতক্ষীরা ধারাভাষ্য ফোরামের সভাপতি অলিউল ইসলাম, আক্তারুজ্জামান লিটন, আলমগীর হোসেন, ক্লিন্টন মন্ডল, আলতাফ হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।