নিজস্ব প্রতিবেদক: জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে শনিবার দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উদ্যোগে বিডি হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। সোনালী ব্যাংক যশোর কালেক্টেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) জাফরিন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত সুপার আবুল বাশার, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মনজুর রহমান, রূপালী ব্যাংক যশোর এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাহাদ আলী, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয় যশোরের ডেপুটি ম্যানেজার রোকন উদ্দিন, সোনালী ব্যাংক যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক মিজানুর রহমান। ৫০০/১০০০ টাকার নোটে নির্দিষ্ট কোণ থেকে দেখলে রং পরিবর্তন হয়ে যাবে। নোটে খুবই ক্ষুদ্র অক্ষরে বাংলাদেশ ব্যাংক বা নোটের মান লেখা থাকে, যা খালি চোখে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সহজে চেনা যায়। জাল নোটের লেনদেন ধরা পড়লে ৯৯৯-এ জানাতে হবে। জাল নোট তৈরি, বহন ও ব্যবহার বাংলাদেশের আইন অনুযায়ী গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।