শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে বেনাপোল সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশী ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি) সদস্যরা। শনিবার (২৪ জানুয়ারি) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো দুষ্কৃতিকারী চক্র দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।