Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় বরযাত্রীর বাস বোরো ক্ষেতে, বাবা-মেয়েসহ আহত ১২

এখন সময়: রবিবার, ২৫ জানুয়ারি , ২০২৬, ১২:০৩:২৬ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় উপজেলার টেঙ্গুরপুরে বরযাত্রীর বাস দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বোরো ক্ষেতে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী ‘নয়ন ট্রাভেলস’ বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৩১২৫) যশোরের অভয়নগরের শংকরপাশা গ্রামের উদ্দেশে ফিরছিল। সকাল পৌনে ৭টার দিকে বাসটি চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেল পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে বোরো ক্ষেতে ঢুকে পড়ে। দুর্ঘটনায় ১২ জন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন-সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের শ্যামল সরকারের ছেলে সুদীপ্ত সরকার (১৭), অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত শৈলেন রায়ের ছেলে নিমাই রায় (৮০), গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে আপন বিশ্বাস (২৬), সুভাষ দাসের ছেলে বিকাশ (৪০), বিকাশের মেয়ে শ্রাবণী (১৮), প্রীতি (১৬), বলরাম সিংহের ছেলে নয়ন সিংহ (২৬), বৈদ্যনাথের ছেলে সাধন কুমার (৫০), ষষ্ঠী বিশ্বাসের ছেলে গৌর বিশ্বাস (৪৫), মিলনের স্ত্রী চন্দ্রা (২২), অনাথ হাজরার স্ত্রী পারুল হাজরা (৪৮) ও মাগুরা সদর উপজেলার সতীজিৎপুর গ্রামের মনোজিৎ অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (১৮)। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহতদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)