Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ক্লাস বর্জন

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ০৪:৩৪:১৪ এম

লোহাগড়া (নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রাম,কলাগাছি,কাঞ্চনপুর (আর কে কে) জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মিয়ার বিরুদ্ধে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে- এসএসসি পরীক্ষার্থী সম্প্রতি ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মিয়া নিজ বাড়িতে প্রাইভেট পড়াকালীন সময় তাকে শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ ঘটনার জের ধরে রবিবার দুপুরে বিদ্যালয়ের দু-শতাধিক ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে শিক্ষক বাবু মিয়ার বিচারের দাবীতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে প্রধান শিক্ষক কিবরিয়া কামাল বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে যায়। ৮ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা খানম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী শুভ সরকার অভিযোগ করে বলে, শিক্ষক বাবু মিয়ার স্বভাব চরিত্র ভালো না,এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের কাজ করার অভিযোগ করেছে অনেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিবরিয়া কামাল সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে তিন দিনের নৈমত্তিক ছুটি দেওয়া হয়েছে। অভিযুক্ত সহকারী শিক্ষক বাবু মিয়ার মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান-এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)