জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে শক্তি ফাউন্ডেশন। সোমবার সকাল ১০টায় জীবননগর শাখার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৯০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার অপারেশন (ওসি) মোঃ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শক্তি ফাউন্ডেশন চুয়াডাঙ্গা রিজিওনাল হেড শেখ মোঃ তৌফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলার মহেশপুর এরিয়ার ম্যানেজার মোঃ গোলাম জাকারিয়া ।