আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) শিক্ষাথীদের বিদায় সংবর্ধনা, নবাগতদের বরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ারুজ্জামানের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক রবিউল হক,আবু তালেব, সোহেল আহমেদ, বিদায়ী ছাত্র সানজিদুল ইসলাম শীতল প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।