নিজস্ব প্রতিবেদক : জেনটেক এনিমেল হেলথ লিমিটেড যশোরের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপশহরের ই-ব্লকের শিল্প এলাকায় এ অফিসের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ।
জেনটেক এনিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান রুম্মনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদ আহমেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপশহর ইউনিয়নের সাবেক মেম্বার ও বিএনপি নেতা রেজাউল করীম কামাল, যশোর ট্যাসেস বার এসাসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম আলমগীর সিদ্দিকী সবুজ, রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের পাস্ট প্রেসিডেন্ট আব্দুল আলীম, পিপি কাজী শাহেদুচ্ছালাম ও আয়কর উপদেষ্টা কামাল হোসেন পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মনিরুল মামুন বলেন, যশোর মৎস্য সেক্টরে দেশের মধ্যে অনেক উচুঁ অবস্থানে রয়েছে। জেলার মৎস্য সম্পদ রক্ষায় জেনটেক এনিমেল হেলথকে আরো বেশি এগিয়ে আসতে হবে। মানসম্মত ফিড ইনগ্রিডিয়েন্স আমদানী ও বাজারজাত করতে হবে। যার মাধ্যমে মৎস্য সেক্টর ও খামারিরা উপকৃত হতে পারে।
শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।