Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

এখন সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি , ২০২৬, ০১:২৬:৫৮ পিএম

এম আলমগীর, ঝিকরগাছা : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’র উপজেলা পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কলেজ পর্যায়ে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষার্থী ও সহকর্মীদের ওপর প্রভাব ও সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, সততা ও সুনাম, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা অনলাইনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, পাঠ্যপুস্তক প্রণয়ন, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যম্পাস, সৃজনশীল উদ্যোগ, দৃশ্বমান উন্নয়ন, কারিকুলাম বাস্তবায়ন, সেমিনার ও অভ্যান্তরিন প্রশিক্ষণ পালন এই ১৩ ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হয়েছে। অধ্যক্ষ মোঃ সামছুর রহমান ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের মরহুম আবু তালেব সরদার ও মাতা মৃতঃ সুন্দরী বেগমের কনিষ্ঠ পুত্র। একমাত্র পুত্র সন্তানের জনক অধ্যক্ষ মোঃ সামছুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া শেষে ঝিকরগাছা মহিলা কলেজে প্রভাষক হিসেবে ১৯৯৫ সালে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালে ২০ আগস্ট তিনি বাঁকড়া ডিগ্রী (অনার্স) কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে সুনাম ও সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাতে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’এ শ্রেষ্ঠ কলেজ প্রধান (অধ্যক্ষ) নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ মোঃ সামছুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)