Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হরিণাকুণ্ডুতে বাসের ধাক্কায় যুবক নিহত

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ১২:৪০:৩৯ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাসের ধাক্কায় কুরিয়ার সার্ভিস কর্মী রাহুল হোসেন রাতুল (২২) নিহত হয়েছে। আহত হয়েছে প্রান্ত নামের আরও একজন।

বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই উপজেলার রতিডাঙ্গা গ্রামের মন্টু মিয়ার ছেলে। আহত প্রান্ত একই উপজেলার ভবানীপুর গ্রামের জয়দেব কুমারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মোটর সাইকেল যোগে তারা হরিণাকুন্ডু থেকে ঝিনাইদহে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাতুল ও প্রান্ত গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করে। আহত প্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার আব্দুর রহিম মোল্লা জানান, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)