Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সভাপতি জগদীশ সম্পাদক সজীব

তালা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৬:২৩:১৭ এম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার সভাপতি ও কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবুদ্দৌলা সাধারণ সম্পাদক এবং খলিসখালী বালিয়া এমএম.টি.পি কলেজিয়েট ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক অজয় কুমার দাশ কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে জগদীশ চন্দ্র হালদার হরিণ প্রতীক নিয়ে ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এম এম মোবারক হোসেন চেয়ার প্রতীকে পান ২২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সজীবুদ্দৌলা ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এম আব্দুল মুনয়িম আনারস প্রতীক নিয়ে পান ২১২ ভোট। এই পদে অন্য দুই প্রার্থী মতিয়ার রহমান মোমবাতি প্রতীকে পান ৩০ ভোট ও জুলফিকার আকুঞ্জি পান ৩০ ভোট।

শুক্রবার তালা বিদে মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার রায় উপস্থিত ছিলেন। ৬৪৩ ভোটের মধ্যে ৬২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)