-নাসরীন জামান
মাঘের শীতের দাপট শেষে
আসছে ফাগুন আসছে রে
শিমুল পলাশ আমের মুকুল
সেই খুশিতে হাসছে রে।
ফাগুন ফাগুন আগুন প্রেমে
মনটা আমার ভাসছে রে
এমন দিনে কোন সে প্রেমিক
আমায় ভালো বাসছে রে।
মাঘের শীতের উত্তরী তেজ
দমবে এবার দমবে রে
দেশটা জুড়েই হলদে শাড়ির
ফাগুন মেলা জমবে রে।
আগুন আগুন ফাগুন প্রেমে
হাঁড়ের কাঁপন কমবে রে
তাইতো এবার বাংলা ছেড়ে
শীত পালাবে বোম্বে রে।