Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ একজন আটক

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:৩৪:০৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার কলারোয়া থেকে একটি ওয়ানশুটাগানসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শনিবার রাতে কলারোয়া উপজেলা আলাইপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৮)। তিনি কলারোয়া পৌরসভার ঝিকরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহমেদ জানান, কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি দেশীয় ওয়ানশুটাগানসহ অস্ত্র ব্যবসায়ী হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।  আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)