মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় গরুচোর সন্দেহ আকিদুল (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে। বুধবার ভোর রাতে ইচ্ছাখাদা পশ্চিমপাডা এলাকায় এ ঘটনা ঘটে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন-বুধবার ভোররাতে মাগুরা ১৮খাদা ইউনিয়ন মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ইছাখাদা এলাকায় আসলে স্থানীয় চোর চোর বলে ধাওয়া করে। এ সময় গরু রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে গুরুতর আহত হন আকিদুল। গণপিটুনি খেয়ে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পরিবারের দাবি বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে গণপিটুনি দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।