দৈনিক স্পন্দনের সহকারী সম্পাদক মোকবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৮:১২:০৪ এম

নিজস্ব প্রতিবেদক : দৈনিক স্পন্দনের সহকারী সম্পাদক ও দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান আফিল গ্রুপের পরিচালক মোকবুল হোসেনের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২০০৯ সালের এ দিনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। সজ্জন ও সদালাপি এ মানুষটির ভালোবাসা ও বন্ধুসুলভ আচরণ এখনো ভুলতে পারেনি দৈনিক স্পন্দন পরিবারসহ অনেকে। কেননা তার শূন্যতা কখনোই পূরণ হবার নয়।
২০০৯ সালের ১৯ এপ্রিল তারিখটি দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আফিল গ্রুপ, দৈনিক স্পন্দন ও স্পন্দন ডিজিটাল কালার ল্যাব লিমিটেডের জন্য একটি শোকাবহ দিন। প্রতিষ্ঠানের একজন সুশৃঙ্খল, সময়ানুবর্তী ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোকবুল হোসেন আজকের এ দিনে মাত্র ৪৫ বছর বয়সে সকলকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন। তার স্মৃতি আজও অনেককে কাঁদায়। তার অভাব অনুভূত হয় পদে পদে। মরহুম মোকবুল হোসেন যশোর শহরের ঘোপ জেলরোডস্থ জনতা হসপিটালের পাশে একটি বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকতেন। ওই দিন সকাল ৯টার দিকে ভাড়া বাড়িতে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে কুইন্স হসপিটালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শেষ নিঃশ্বাসের খবর শুনে শোকে ভেঙে পড়েন মোকবুল হোসেনের পরিচিত সকলেই। আফিল গ্রুপের প্রতিটি সদস্যের মাঝে তিনি অমর হয়ে থাকবেন তার কাজে ও অবদানে। শুধু স্রষ্টার কাছে এটাই প্রার্থনা মৃত্যুহীন পরপারে যে অনন্ত জীবনে তিনি চলে গেছেন সেখানে শান্তিতে থাকুক। মহান আল্লাহতায়ালা তাকে বেহেশত নসিব করুন।