Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:০০:৪৫ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে রোববার পৌর সদরের বারইখালী স্টিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত ২ কি.মি. রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বারইখালী ইউনিয়নের সাধারণ জনগণের ব্যানারে উপজেলা চত্বরে সকাল ১০ টায়  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মোটর সাইকেল ড্রাইভার আবুল হোসেন আবু। মানববন্ধনে ইজি বাইক চালক, মোটর ড্রাইভার, অটো রিক্সার সহ অর্ধশতাধিক  ড্রাইভার অংশগ্রহণ করেন।

মানববন্ধনে তার বলেন, এ রাস্তাটি দীর্ঘ অর্ধযুগ ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। রাস্তার পিস অনেক আগেই উঠে খোয়া দৃশ্যমান। মোটর ড্রাইভার সহ পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে। প্রায়ই এ রাস্তায় ঘটে ছোট-বড় দুর্ঘটনা। অনতিবিলম্বে এ রাস্তাটি সংস্কারের দাবি জানান বক্তারা।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল  ইসলাম জানান, শীঘ্রই বারইখালী স্টিল ব্রিজ থেকে চৌধুরী কাছারী পর্যন্ত এ নির্মানের কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)