ক্রীড়া প্রতিবেদক :যশোরে কিউট পুরুষ ও নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ৪টি খেলা অনুষ্ঠিত হয়। শনিবার স্থানীয় শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দুটি খেলার একটিতে আব্দুস সাত্তার স্মৃতি সংসদ ২৪-২ গোলের ব্যবধানে তপন স্মৃতি সংসদকে ও বদরুল আলা স্মৃতি সংঘ ১৩-৭ গোলের ব্যবধানে চাঁচড়া রেলগেট যুব সংঘকে পরাজিত করে। নারীদের দুটি খেলার একটিতে মোহসেনা অলি আহম্মাদ স্মৃতি সংঘ ২৫ গোলের ব্যবধানে তসবির মহল একাদশকে ও আফসার আলী স্মৃতি সংঘ ৪-১ গোলের ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডকে পরাজিত করে। আব্দুস সাত্তার স্মৃতি সংসদের পক্ষে আজাদ-৮, রিফাত-৪, আশিক-৫, আকাশ-৩, বর্ষ-১, সাব্বির-১, লিপু-২ গোল করেন। তপন স্মৃতি সংসদের পক্ষে ওয়াসি ২ গোল করেন। বদরুল আলা স্মৃতি সংঘের পক্ষে নিলয়-৮, নিশাদ ৪ ও জয়-১ গোল ও চাঁচড়া রেলগেট যুব সংঘের পক্ষে মন্টু-৩ সরো-২ শরিফুল-১ সৌরভ-১ গোল করেন। মোহসেনা অলি আহম্মাদ স্মৃতি সংঘের পক্ষে ঝুমুর-৭, ফারজানা-৭, সানজিদা-৪, শশি-৩ সাবিহা-২ সারমিন-১ সুরাইয়া-১ গোল করেন। আফসার আলী স্মৃতি সংঘের পক্ষে সীমা আয়েশা, জান্নাতুল ও তায়েবা ১টি করে এবং বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডের পক্ষে একমাত্র গোল করেন জেরিন।