Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় তিন আসামি আটক

এখন সময়: রবিবার, ২১ ডিসেম্বর , ২০২৫, ০১:২৩:১৭ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাশকতা মামলার এক আসামিসহ দুই পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ২০ ডিসেম্বর শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়ার দিকনির্দেশনায় শুক্রবার রাতে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে সুকান্ত কুমার দাস ওরফে মনা (৩৮) কে আটক করা হয়। তিনি পাইকগাছা থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলার নম্বর ৬(৮)/২৪। একই রাতে পৃথক অভিযানে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের কামরুল গাজীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি নাহিদ ইসলাম গাজী (১৯) ও খড়িয়া গ্রামের আইজুল সানার ছেলে মোঃ জনি সানাকে আটক করা হয়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, আটক আসামিদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)