Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চ্যানেল টুয়েন্টিফোরের ১০ম বর্ষপূর্তিতে সাবেক ৬ সাংবাদিককে সংবর্ধনা

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:২৭:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৪ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে চ্যানেল টুয়েন্টিফোরের ১০ম বর্ষপূর্তি ভিন্নমাত্রায় উদযাপন করা হয়েছে। কেক কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

অনুষ্ঠানে, ইতিপূর্বে সাংবাদিকতা পেশায় ছিলেন কিন্তু বর্তমানে সরকারের বিভিন্ন দফতরে এবং বেসরকারি পর্যায়ে দক্ষতা ও সুনামের সাথে কর্মরত আছেন, এমন ছয় জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন  যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, ইউসিবি ব্যাংকের আঞ্চলিক প্রধান ফকির আক্তারুল আলম, ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারি পরিচালক খালিদ বিন ওয়ালিদ। তারা প্রত্যেকেই চাকরিতে যোগদানের আগে পেশাদার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, দেশের উন্নয়নে মিডিয়া-সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরাই কেবল সংবাদমাধ্যমের কাজ নয়, বরং তা থেকে উত্তরণেও পথ দেখায় তারা। অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনায় টেলিভিশনটি ইতোমধ্যে দেশের সবশ্রেণীর মানুষের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছে। মানুষের কল্যাণে, সোনার বাংলা গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, ২৪ ঘন্টা সংবাদমাধ্যম চ্যানেলটি শুরু থেকেই দর্শকদের মন জয় করেছে। গণমানুষের প্রত্যাশা পূরণে চ্যানেলটি আস্থার সংবাদ মাধ্যম হিসাবে সুপরিচিতি পেয়েছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় চ্যানেলটির অভিযাত্রা অবিচল থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুকুনদ্দৌলাহ্, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক মিলন রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।

অনুষ্ঠানকে ঘিরে সাজানো হয় প্রেসক্লাব মিলনায়তন। শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেলটির বর্ষপূর্তিতে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় হল রুম। সাংবাদিকসহ সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে আসেন চ্যানেল টুয়েন্টিফোর পরিবারকে। তাদের মধ্যে ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুন রহমান ও সাজেদ রহমান বকুল, সিনিয়র সাংবাদিক বোরহানউদ্দীন জাকির, প্রদীপ ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুকুমার দাস, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন অর রশীদ প্রমুখ।

উল্লেখ্য, চ্যানেল টুয়েন্টিফোরের যশোর অফিসের স্টাফ রিপোর্টার এস এম তৌহিদুর রহমান আকস্মিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। চ্যানেলটির ক্যামেরাপারসন ইমরান হোসেন অনুষ্ঠানে অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)