শ্যামনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৯:২৯:০৯ এম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আবমাননাকর কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি থানা মসজিদের সামনে থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে বাবলতলা মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক, শ্রীফলকাটি মাদরাসার মুহতারাম মুফতি জিয়াউর রহমান ফারুকী, মুহাদ্দিস খায়রুল বাসার, সহসুপার খলিলুর রহমান উপজেলার সকল মাদরাসার প্রধানরা বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও ওলামায়েকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ মাও. মোখলেছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাও. মেজবাহউদ্দীন। বক্তাগণ নুপুর শর্মাকে ফাঁসির দাবি জনিয়েছে। ফাঁসি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।