Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒১১ প্রার্থীর মনোনয়ন বাতিল, প্রত্যাহার ৩

যশোরের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ প্রার্থী, আজ প্রতীক বরাদ্দ

এখন সময়: বুধবার, ২১ জানুয়ারি , ২০২৬, ০১:০৪:০৭ এম

মিরাজুল কবীর টিটো: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬টি আসনে ৪৮ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৪ প্রার্থী। জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। আজ চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার। গত ২৯ ডিসেম্বর যশোরের ৬টি আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরপর ১ জানুয়ারি থকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাইয়ে ৬টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ২০ জানুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে ৩৪ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- যশোর-১ শার্শা আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির, যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ, যশোর-৩ সদর আসনে এনসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থীরা হলেন-

যশোর-১ (শার্শা) আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বক্তিয়ার রহমান, বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান ।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী শামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাসদের প্রার্থী ইমরান খান, এবি পার্টির প্রার্থী রিপন মাহমুদ, বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা।

যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদের, জাতীয় পার্টির প্রার্থী খবির গাজী, সিপিবির প্রার্থী রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন, জাগপার প্রার্থী নিজামউদ্দীন অমিত।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন, বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রসুল।

যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী এনামুল হক, স্বতন্ত্র প্রার্থী শহীদ মোঃ ইকবাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম ।

যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী, এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসান, বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ। এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ হবে। আগামী ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ভোটের পরিবেশ অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ৬টি আসনে ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহকারী প্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)