ফরহাদ খান, নড়াইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি সংসদীয় আসনে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং বিএনপির চার বিদ্রোহী প্রার্থীসহ ১৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলা নির্বাচন কর্মকর্তা আঃ ছালেক জানান, মঙ্গলবার শেষদিনে নড়াইল-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন-বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান এবং নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার। মাওলানা আব্দুর রহমান ও আব্দুল হান্নান ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীকে সমর্থন করে সরে দাঁড়িয়েছেন। এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর নড়াইল-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বিএম নাগিব হোসেন, লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এসএম সাজ্জাদ হোসেন ও সুকেশ সাহা আনন্দ মাঠে আছেন। অপরদিকে, নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।