Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় বাল্যবিয়ে বন্ধ করে কিশোরীর পিতাকে কারাদণ্ড

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ০৩:০৩:৩২ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কদমতলা গ্রামে শাহআলম মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকী এ দণ্ডাদেশ দেন।

স্থানীয়রা জানান, খুলনা জেলার কয়রা উপজেলার তেঁতুলতলা মহেশ্বরপুর গ্রামের আবুল বারিকের কিশোরী কন্যা মোছা. তানিয়া আক্তারের সাথে শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের হারুনের পুত্র বাদলের সাথে উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা মেয়ের নানা শাহআলম মুন্সির বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়। এসময় বর বাদল ও তার পিতা হারুন কৌশলে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকী জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭  অনুযায়ী মেয়ের পিতা আবুল বারিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)