ফরহাদ খান, নড়াইল : নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। হামিম চোরখালী গ্রামের রুহুল মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে হামিম বাড়িতে পবিত্র কোরআন শরিফে লাথি মেরে প্রসাব করে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে হামিম বাড়ি থেকে পালিয়ে যায়।
এরপর বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে বড়দিয়া বাজারের লোকজন হামিমকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
নড়াগাতী থানার ওসি আব্দুর রহিম জানান, পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে হামিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।