Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর হাসানপুর বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরু

এখন সময়: বুধবার, ২৪ ডিসেম্বর , ২০২৫, ১১:৪৯:২২ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ইউনিয়নের নির্ধারিত স্থানে ভর্তুকী মূল্যে এসব পণ্য বিক্রি করছে হাসানপুর বাজারের এবিএস এন্টারপ্রাইজ।
এবিএস এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ আবুবকর সিদ্দিক জানান, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী টিসিবি কার্ডধারী সুবিধা ভোগীরা নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। প্রতিটি টিসিবি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা। টিসিবি পণ্য বিক্রির স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে হাসানপুর ইউনিয়নের হাসানপুর বাজারের জামান এন্টারপ্রাইজ, মোঃ মনিরুজ্জামান মিলন-এর ব্যবসায়ী প্রতিষ্ঠানে। এ কার্যক্রমের আওতায় মোট ৫৪০ জন টিসিবি কার্ডধারী সুবিধাভোগী পণ্য ক্রয় করার সুযোগ পাবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)