মহম্মদপুরে কৃষি যন্ত্রপাতি পেলেন ১৪৪ কৃষক

এখন সময়: মঙ্গলবার, ৫ ডিসেম্বর , ২০২৩, ০৯:২৯:১৬ এম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)  : মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদে মিলনায়তনে ২০২১-২০২২ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এম.পি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুস সোবহান।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মৃনাল কান্তি দাস। অনুষ্ঠানে ১৪৪ জন কৃষকের মাঝে পাওয়ার টিলার চালিত সিডার মেশিন বিতরণ করা হয়।