Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

পালালেন রাজাপাকসে, দায়িত্ব নিলেন বিক্রমাসিংহে

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৫৬:১৬ এম

 

নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পালিয়ে মালদ্বীপে চলে যাওয়ার পর শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

তার মুখপাত্র দিনুক কলোম্বেজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, জরুরি অবস্থা জারির পাশাপাশি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

শ্রীলঙ্কার নিউজওয়্যার জানিয়েছে, প্রেসিডেন্টের দেশত্যাগের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে মঙ্গলবার তার কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগোয় একদল বিক্ষোভকারী। এর পরপরই জরুরী অবস্থা আর কারফিউর ঘোষণা আসে।

নিউজওয়্যার লিখেছে, রাস্তায় যাদের ‘হাঙ্গামার মেজাজে’ দেখা যাবে, কিম্বা লরি বোঝাই করে যারা সমবেত হওয়ার চেষ্টা করবে, তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রবল গণবিক্ষোভের মধ্যে ক্ষমতা ছাড়তে রাজি হয়ে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বার্তা দিয়েছিলেন, বুধবারই তিনি পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু তার আগেই মঙ্গলবার গভীর রাতে তিনি সামরিক উড়োজাহাজে করে স্ত্রীকে নিয়ে মালদ্বীপে পালিয়ে যান।

বিবিসি জানিয়েছে, গোটাবায়া রাজাপাকসে পদত্যাগপত্র লিখে সই করে গেছেন, কিন্তু সেটা এখনও নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পৌঁছায়নি। ফলে তার পদত্যাগও আইন অনুযায়ী কার্যকর হয়নি।

আইন অনুযায়ী গোটাবায়া রাজাপাকসেই যেহেতু এখনও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে কোন ক্ষমতাবলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, সেই প্রশ্ন রেখেছিল ভারতের পত্রিকা হিন্দু।

জবাবে তার মুখপাত্র দিনুক কলোম্বেজ বলেছেন, “এ বিষয়ে আইনি ব্যাখ্যা আমরা পরে দেব। আপাতত আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”

তবে শ্রীলঙ্কার বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহে কারফিউ জারির এখতিয়ার রাখেন না। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না পেয়ে এ ধরনের আদেশ দিয়ে তিনি আইন ভেঙেছেন।

পরে স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে দুপুরে এক বিবৃতিতে বলেন, বিদেশে অবস্থানরত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট বুধবারই তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন।

“তিনি আমাকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, প্রতিশ্রæতি অনুযায়ী আজেই তিনি পদত্যাগপত্র দেবেন।”

গোটাবায়া রাজাপাকসে পদত্যাগপত্র দিলে সাংবিধানিকভাবে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরুর পথ তৈরি হবে। সেজন্য ২০ জুলাই পার্লামেন্টে ভোটাভুটির তারিখও ঘোষণা করে রেখেছেন স্পিকার।

বিবিসি লিখেছে, গোটাবায়া রাজাপাকসে আপাতত মালদ্বীপে গেলেও তার গন্তব্য আসলে অন্য কোনো দেশ। সেই দেশের নাম এখনও জানা যায়নি। আর সে কারণেই তার পদত্যাগপত্র স্পিকারের হাতে পৌঁছাতে দেরি করা হচ্ছে। তিনি নির্ধারিত গন্তব্যে পৌঁছালেই হয়ত পদত্যাগপত্র স্পিকারের হাতে পৌঁছে দেওয়া হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)