ফুলতলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:০৭:১৭ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ফুলতলা উপজেলা শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।

বৃহস্পতিবার বিকালে  উপজেলা ডাবুর মাঠে অনুষ্ঠিত ফাইনালে গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাখাওয়াত মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় নির্ধারিত সময়ে ১ -১ গোলে ড্র থাকে। ফলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। কিন্তু টাইব্রেকারেও ২-২ গোলে ড্র হলে সাডেনডেথে ১-০ গোলের ব্যবধানে গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এর পূর্বে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্টে জামিরা ইউনিয়নের ডাউকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তারা ১-০ গোলের ব্যবধানে শিরোমনি মহাসিন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন পারভেজ আলম। খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ইউআরসি ইন্সটেক্টর এম এম কামরুজ্জামান, সহকারী শিক্ষা কর্তকর্তা মাসুদ রানা, মো. আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ^াস, পল্লী উন্নয়ন ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম, কাজী শহিদুল ইসলাম, মোক্তার হোসেন, শিহাব উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।