Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধন

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০২:১৮:৩৩ পিএম

এরশাদ হোসেন রনি, মোংলা : জলবায়ু ক্ষতিগ্রস্থ উপকূলীয় শহর মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। হতদরিদ্র শ্রমজীবি মানুষের জন্য পর্যাপ্ত ওপেন ট্যাব দিতে হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ’র পুকুর গুলিকে মাছ চাষের জন্য ইজারা দেয়া বন্ধ করে পৌর কর্তৃপক্ষ মাধ্যমে ওইসব পুকুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে হবে। পৌরবাসীর নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিতে হবে। বৃহস্পতিবার সকালে চরকানা পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ’র সহযোগিতায় বৃহস্পতিবার সকালে  অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র সভাপতি সাংবাদিক নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের বক্তব্য রাখেন নাগরিক নেতা নাজমুল হক, পরিবেশকর্মী শেখ রাসেল, সংবাদকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘ’র ওজিফা খাতুন প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)