Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে বেদেপল্লীতে জয়ের জন্মদিন পালন

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৬:৩৮:৪৮ এম

ফরহাদ খান, নড়াইল: ভাসমান বেদেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেছেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্যরা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার বিকেলে নড়াইলের সীমাখালী এলাকায় চিত্রা নদীর পাড়ে ভাসমান বেদে পল্লীতে কেককাটা ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রাবণী আক্তার তনিমা, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রাকিব, সদস্য মহিউদ্দিন, চৌতি চক্রবর্তী ও নুসরাত সানভি। 

শ্রাবণী আক্তার তনিমা বলেন, আমাদের ফাউন্ডেশনের সদস্য সংখ্যা ৪৫জন। এদের বেশির ভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আমরা সব সময় সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করি। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে বেদে সম্প্রদায়ের শিশু-কিশোরসহ তাদের অভিভাবকদের নিয়ে কেক কেটেছি, আনন্দ করেছি। তাদের খুপড়িঘরগুলো রঙ-বেরঙের বেলুন দিয়ে সাজিয়েছি। এ বেদে বহরে ১৮ জন সদস্য আছেন। তাদের আমরা পাঠদানেরও ব্যবস্থা করেছি। এবার বেদেপল্লীর ১০ম ব্যাচের পড়ালেখা শেখানো হচ্ছে।

এ বেদেপল্লীর শিশু ইব্রাহিম, মারুফ, চন্ডিদুল ও সুজারুল জানায়, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ভাইয়া ও আপুরা এসে আমাদের সঙ্গে কেক কেটে মুখে তুলে দিয়েছেন। তারা আমাদের শিখিয়েছে, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেককাটা হয়েছে। আমরা খুব মজা করেছি, আনন্দ পেয়েছি।   

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)