Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ‘বিষাক্ত’ বিস্কুট খেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, অসুস্থ ৬

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ১০:০২:৩৪ এম

ইয়ানূর রহমান, শার্শা : যশোরের শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় ‘বিষাক্ত’ বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক ছাত্র মারা গেছে। এ ঘটনায় এ মাদ্রাসার আরো ৬জন ছাত্র অসুস্থ হয়েছে। তাদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামে এক ছাত্রকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকালে শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। তারপর বিকালে এক ছাত্রের বাড়ি থেকে দেয়া বিস্কুট খাওয়ার পরে ছাত্ররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। অসুস্থদের মধ্যে এক ছাত্রকে যশোরে পাঠানো হয়েছে।
ওই মাদ্রাসার এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ (যিনি বিস্কুট কিনে দিয়েছিল) বলেন, বৃহষ্পতিবার বিকালে উপজেলার নাভারণ বাজারের ফুটপাত থেকে ৫শ’ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়ে ছিলাম। শুক্রবার বিকালে সংবাদ পায় সেই বিস্কুট খেয়ে আমার শ্যালকসহ সাতজন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে একজন মারা গেছে। 
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান জানান, বিকালে কওমী মাদ্রাসার ৭জন ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করা হয়েছে। এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে সবাই ভালো আছে। 
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। মৃত শিশুকে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)