মাগুরখালী নদীতে অবৈধ নেট পাটা উচ্ছেদ

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:৩৫:৩৮ পিএম

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় মাগুরখালী নদীতে অবৈধ নেট পাটা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ এ অভিযান পারিচালনা করেন। এসময় তিনি অর্ধশত নেটপাটা উচ্ছেদসহ শাহজান শেখের একটি বেহুন্দি জাল জব্ধ করে পুড়িয়ে বিনষ্ট করেন। এছাড়া নদীতে নেটপাটা দেয়ার অপরাধে গুটুদিয়া গ্রামের হারুনুর রশীদ নামে এক যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপেজলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, থানা পুলিশের এসআই শিহাব উদ্দিন, ভদ্রা-সালতা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ এনামুল হোসেন, আ’লীগের শেখ ইকবাল হোসেন, পরিতোষ বৈরাগী প্রমুখ। আগামী ৩ দিনের মধ্যে নদী থেকে নেটপাটা অপসারণ না করলে পাটা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ জানিয়েছেন।