নিজস্ব প্রতিবেদক : যশোরের বিকে ফ্যাশনের গার্মেন্টস সামগ্রী চুরির মামলায় তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুর রহমান।
অভিযুক্ত আসামিরা হলো- যশোর সদরের বেড়বাড়ি গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে শিমুল ওরফে পচা, রাজশাহী রাজপাড়া থানার হড়গ্রামের গনেশ চন্দ্র সাহার ছেলে ও শাহ মখদুম থানার বড় বনগ্রামের বাগানপাড়ার বর্তমান বাসিন্দা শুশান্ত কুমার সাহা, মৃত জীবেন্দ্রনাথ সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ৬ নভেম্বর দুপুরে বিকে ফ্যাশনের যশোর শহরের পালবাড়ি তেঁতুলতলা এলাকার শো-রুমের কর্মী ইমন হোসেন নিউমার্কেট জেআর কুরিয়ার সার্ভিস থেকে রিকসায় করে বস্তাভর্তি ৫ লাখ টাকার গার্মেন্টেসর মালামাল নিয়ে শোরুমে যাচ্ছিলেন। পথিমধ্যে পালবাড়ি মোড়ে যানজটের মধ্যে রিকশাচালক শিমুল ওরফে পচা, ইমন হোসেনকে রিকশা থেকে নেমে পিছনে ধাক্কা দিতে বলে। ইমন রিকসা থেকে নামতেই কয়েকজন জটলা পাকিয়ে ফেলে। এরমধ্যে মালামালসহ রিকশা নিয়ে পালিয়ে যায় চালক শিমুল।
এ ঘটনার সথে সাথে বিকে ফ্যাশনের মালিক বিকে লিটন কোতোয়ালি থানা পুলিশ ও পরিচিতদের অবহিত করেন। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি নেয় এবং তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানকালে প্রথমে সুশান্ত কুমার সাহা আপনকে আটক ও তার দেয়া স্বীকারোক্তিতে কুষ্টিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে খোয়া যাওয়া মালামাল উদ্ধার ও কার্তিক নামে অপর একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মাসুদ রানা তিনজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে রিকসা চালক শিমুলকে পলাতক দেখানো হয়েছে।