নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কওছার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সদস্য মোঃ ফজলু রহমান মোল্যা, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মধ্যকুল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস, শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব,সহকারী শিক্ষক রোকুনুরজ্জামান, আব্দুর রহমান, মোছাঃ শাহিন সুলতানা, অর্পণা দত্ত, মোছাঃরমিচা,আব্দুল মুকিদ, লক্ষ্মণ কুমার বসু, মিজানুর রহমান ও নূরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা অবিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মুহাইমিনুল রহমান, প্রাক্তন ছাত্র মোঃ আল আমিন হোসেন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মাহমুদুল হাসান অনিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।