Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৪৪:৫৮ এম

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা: মোংলায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটক যুবক কিশোরগঞ্জের ভৈরব থানার নন্দিয়া গ্রামের বজলু মিয়ার ছেলে রাজা মিয়া (৪২)। তিনি বাগেহাটের ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকেন।

বৃহস্পতিবার সকালে ৯টার দিকে দিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিগরাজ শিল্প এলাকার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাস্তার ওপর থেকে রাজা মিয়াকে আটক করেন এস আই অমিত বিশ্বাস, এএসআই জ্যোতির্ময় ফৌজদার ও এএসআই জসিম উদ্দিন। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি রাজা মিয়া একজন মাদককারবারী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)