Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৫২:২৮ এম

এম আলমগীর, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মীর রফিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের সোনাকুড় শেখপাড়ার জামতলা মোড় নামকস্থানে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে তিনি বাইসাইকেল যোগে সাদিপুর বকুলতলা বাজারে যাচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থালেই মারা যান। মোটরসাইকেল আরোহীসহ পড়ে যান এবং দুজন মারাত্মক আহত হয়। তারা বর্তমানে বাঁকড়া সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি আছে এবং পুলিশ হেফাজতে আছে। আহতরা হলেন, রঘুনাথনগর গ্রামের আব্দুল আজিজের পুত্র হাসিবুল (১৫) এবং এবই গ্রামের হাফিজুর রহমানের পুত্র আরাফাত (১৪)। এর মধ্যে হাসিবুল এসএসসি পরীক্ষার্থী ও আরাফাত ১০ম শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
এব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রিয়াজুল ইসলাম জানান, মোটরসাইকেল ও আরোহী দুজনকে হেফাজতে রাখা হয়েছে। তারা চিকিৎসাধীন অবস্থায় আছে এবং সুস্থ আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)