ক্রীড়া প্রতিবেদক: ৫৪ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর সদর উপজেলা পর্যায়ের খেলা মঙ্গলবার শুরু হয়েছে। সদর পর্যায়ে খেলা শেষ হবে আগামী শনিবার। এদিন বিকেলে পুরস্কার বিতরণ করা হয়ে। শেষ দিনে শুধু এথলেটিকস প্রতিযোগিতা হবে। এছাড়া রোববার (১১ জানুয়ারি) থেকে জেলা পর্যায়ের খেলা শুরু হবে। এদিকে,গতকাল সদরের উপশহর কলেজ মাঠে প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন উপশহর কলেজের অধ্যক্ষ জি এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশিক আহমেদ। সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সদর উপজেলার সহ-সম্পাদক সঞ্জয় কুমার সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার। প্রথম দিনে, ক্রিকেট (ছাত্র) চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। ফাইনালে তারা ৯ উইকেটে জয় পায়। রানার্স আপ হয় সম্মিলনী ইন্সটিটিউশন। ক্রিকেট (ছাত্রী) চ্যাম্পিয়ন হয় এম এস টিপি বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ দল বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (ছাত্র) চ্যাম্পিয়ন হয়েছে মুন্সী মেহেরুল্লাহ একাডেমী এবং রানার্স আপ হয় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (ছাত্রী) চ্যাম্পিয়ন হয়েছে আদর্শ বালিকা বিদ্যালয় এবং রানার্র্স আপ হয় নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়।