শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের অন্যান্য অঞ্চলের মতো সীমান্তবর্তী এলাকা বেনাপোলেও কনকনে শীত ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠাণ্ডার দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে বেনাপোল বন্দরের শ্রমিকদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় কাজ করতে হওয়ায় তীব্র শীতে চরম কষ্টে দিন কাটছে এসব শ্রমিকের। পর্যাপ্ত শীতবস্ত্র ও উষ্ণতার ব্যবস্থা না থাকায় সামান্য তাপের আশায় বন্দরের বিভিন্ন স্থানে কাঠ, খড় ও পরিত্যক্ত জিনিস জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে তাদের। আগুনের পাশে দাঁড়িয়ে বা বসে সাময়িক উষ্ণতাই এখন শ্রমিকদের একমাত্র স্বস্তি।