টাকা চুরি, সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১২:১৩:২৩ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর  : কেশবপুর পৌর শহরে সকাল বেলায় দোকান থেকে ৫০ হাজার টাকা চুরি করেছে চোরচক্র। সিসিটিভি ফুটেজে চোর শনাক্ত করে থানায় অভিযোগ করা হয়েছে। 
কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, কেশবপুর পৌর শহরের স্বর্ণপট্টি মোড়ের এএসএইচকে সাদেক সড়কে পৌর সভার সাহাপাড়ার প্রশান্ত সাহার পুত্র প্রসুন সাহার (পল্টু) জবা পেপার হাউজ এন্ড স্টেশনারীর দোকান রয়েছে। ওই দোকানে ফ্ল্যাক্সি ও বিকাশে টাকা লেনদেন করা হয়ে থাকে। ১ আগস্ট সকালে দোকান খোলে এবং ৯ টা ৪০ মিনিটে পল্টু দোকান ঘর খোলা রেখে পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। অল্প সময় পরে পানি নিয়ে দোকনে এসে দেখে দোকানের ক্যাশ ড্রয়ারের নিচে একটি কাপড়ের ক্যাশ ব্যাগসহ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে। তাৎক্ষণিক দোকানের সামনে কর্মকার জুয়েলার্সের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক অজ্ঞাত চোর দোকানে প্রবেশ করে টাকার ব্যাগটি চুরি করে দ্রুত পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয় ব্যবসায়ীদের ঘটনাটি অবহিত করে চোরের নাম ঠিকানা ও চুরি হওয়া টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে কেশবপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজের ছবি সংগ্রহ করে নিয়ে যায়।