শপথ নিলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম. হাকিম আহমেদ

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৬:২৩:৫১ পিএম

মাসুদুজ্জামান লিটন, শৈলকুপা (ঝিনাইদহ) : ঝিনাইদহের শৈলকুপার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এম. হাকিম আহমেদকে বুধবার (২৪ আগস্ট ) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলামসহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ও জেলা প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ধলরাহচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্যা, ত্রিবেনী ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্যা, হাকিমপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জিকু, দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুুর রহমান তপন, বগুড়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, নিত্যানন্দপুর ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নাসির খান, পৌর আওয়ামী লীগের নেতা তৈয়বুর রহমান খান,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ, বর্তমান সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ ও বর্তমান সভাপতি সজীব হোসেন, পৌর যুবলীগের বি এম রাজিবুল হাসান রাজু, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিশন, মুক্ত খান, শফিকুল ইসলাম তুষার, সুমন খান, গোলাম ছরোয়ার মাতব্বর, মনোহরপুর ইউপি আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ নভেম্বর শিকদার মোশাররফ হোসেন সোনা মারা যাওয়ার পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তার স্ত্রী শিকদার শেফালি বেগম। চলতি বছরের ১৬ মে শিকদার শেফালি বেগম মারা গেলে পদটি আবারও শূন্য হয়।

পরবর্তীতে রোববার (৩১ জুলাই) উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ ৬৯ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়। শপথ গ্রহণের পর আব্দুল হাকিম আহমেদ জানান, উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।