ইবির ধর্মতত্ত্বে অনুষদে সর্বোচ্চ নম্বর কয়রার ইমনের

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১১:৫৮:৪৮ পিএম

কয়রা (খুলনা) প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্বে ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত ২৭ আগস্ট এ ফল প্রকাশ করা হয়। চলতি বছর এ বিভাগে ১ হাজার ৮৮৮ অংশগ্রহণকারী ভর্তিচ্ছুক শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৯ দশমিক ৩৫ শতাংশ। এদিকে এই বিভাগের পরীক্ষায় জিপিএ-সহ ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৫ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছেন কয়রার ইকবল হোসেন ইমন। তার রোল নম্বর ডি-১৭৩১। ইকবল হোসেন খুলনার উপকুলীয় জনপদ কয়রার ঐতিহ্যবাহি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার কৃতি ছাত্র। সে  এই মাদরাসা হতে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করেছেন। ইকবল হোসেন ইমন ৪ নম্বর কয়রা গ্রামের হত দরিদ্র রজব আলী মোড়লের দ্বিতীয় পুত্র। ইবির ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. এরশাদ উল্লাহ জানিয়েছেন, পরীক্ষার ফলাফল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ৩২০ আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা দেয়া হয়েছে। এ তালিকায় সর্বনিম্ন নম্বর ৭৮ দশমিক ৮৫। ভর্তি সংক্রান্ত তথ্য পরিবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট  ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৪ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৮৮৮ জন জন ভর্তিচ্ছু অংশ নেন। যা মোট শিক্ষার্থীর ৯৩ দশমিক ১৯ শতাংশ।

কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নেজামী বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর হতে এত নম্বর পেয়ে কোন ছাত্র-ছাত্রী অদ্যবধি এই অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ইকবল হোসেনের এ ভাল ফলাফল পাওয়ার তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোশ প্রকাশ করেছেন। ইকবল হোসেন সকলের নিকট দোয় কামনা করেছেন।