Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৯:২৯:৪৬ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় ইব্রাহিম নামের ৪বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ফুলতলার উত্তরডিহি ফাইভ স্টার ফার্ম এলাকায়। সে ওই এলাকার স্বামী পরিত্যক্তা শান্তা বেগমের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু ইব্রাহিম শুক্রবার বিকেলে ফাইভ স্টার ফার্ম সড়কের পাশে খেলা করছিল। এ সময় ইঞ্জিনচালিত অজ্ঞাত ভ্যানের সামনে দিয়ে দৌড় দিলে সড়কের উপর পড়ে যায়। এতে ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে চলে গেলে শিশুটি গুরুতর জখম হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে।  এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।   
এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন তালুকদার বলেন, ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না করায় জেলা প্রশাসকের অনুমতিতে লাশ হস্তান্তর করা হয়েছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)