দাকোপ-কয়রা সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির মাসিক সভা

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০৯:২১:৪৮ এম

কয়রা (খুলনা) প্রতিনিধি : দাকোপ-কয়রা সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির এক মাসিকসভা গত শনিবার সকাল ১০ টায় সুন্দরবন খুলনা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সভাপতিত্বে ও রেঞ্জ সহযোগী সৈয়দ আশিক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী, বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজিলুর রহমান, দাকোপ-কয়রা সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির সহসভাপতি অসিত মন্ডল, ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক আলী, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিব, শরবতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিএমসির সদস্য সাইফুল ইসলাম, মনিরুজ্জামান মোল্যা, খগেন্দ্রনাথ মন্ডল, রুদ্রা বিশ্বাস, আসমা আক্তার প্রমুখ। সভায় ভিসিএফ,পিএফ ও এনএস কমিটি গঠন সহ সংগঠনের নানা বিষয়ের উপর আলোচনার পাশপাশি সুন্দরবনের সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।