Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরায় দিন ভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনদুর্ভোগ

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৬:২৫:৩৪ এম

সাতক্ষীরা প্রতিনিধি : নিম্নচাপের কারণে সাতক্ষীরা জেলায় গত তিন দিন থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারেনি। যার বাইরে বের হয়েছেন তারা ছাতা বা বিকল্প পন্থায় বাইরে কাজকর্ম করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার এই অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভয়ের কোনো কারণ নেই । মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূল এলাকায় অবস্থান করছে। ফলে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনি উপজেলার সকল নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেতে দুই ফুট বৃদ্ধি পেয়েছে।

এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পাউবো) আবুল খায়ের জানান, নদীতে জোয়ারের পানির চাপে আশাশুনি উপজেলার দক্ষিণ গদাইপুর এলাকার ৭ ফুটের মত বেড়িবাঁধ ভেঙে যায়। কিন্তু দ্রুততম সময়ে মধ্যে এলাকাবাসী মাটি ফেলে বাঁধাটি মেরামত করতে সক্ষম হয়। কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)