বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর , ২০২৩, ০৮:৩৪:৫৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইয়ুথ এমপাওয়ার্ড প্রিভেন্টিং চাইল্ড আর্লি এন্ড ফোর্সড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপপরিচালক বিকাশ কুমার দাস, মহিলা বিষয়ক উপপরিচালক নাজমুন্নাহার, শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার সভাপতি অ্যাড শরিফা হেমায়েত, ইসলামী ফাউন্ড্শেনের উপপরিচালক আল ফারুকসহ ইমাম, শিক্ষক, সাংবাদিক, বিবাহ রেজিষ্ট্রার ,ধর্মীয় নেতা ,যুব প্রতিনিধি এবং প্রকল্পে কর্মরত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ইয়ুথ এমপাওয়ার্ড প্রকল্পের পক্ষে প্রোজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল।