Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে টিসিবির পণ্য নিতে গিয়ে লোহার গেট ভেঙে আহত ৭

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৫০:২২ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি  : ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রচণ্ড ভিড়ে লোহার গেট ভেঙে শানু বেগম (৪০) নামের এক মহিলাসহ অন্তত ৭ জন আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের ফুড গোডাউনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার টিসিবির ৩ জন ডিলার প্রায় ৪ হাজার কার্ডধারী মাঝে সকাল থেকে পণ্য দেয়া শুরু হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিকেলের দিকে টিসিবির পণ্য নিতে লোকজনের চাপ বাড়তে থাকে। কার্ডধারীরা ছাড়া সাধারণ মানুষও কমদামে টিসিবির পণ্য নিতে হুমড়ি খেয়ে পড়ে। এ সময়  ফুড গোডাউনের সামনের মেইন গেটে প্রচণ্ড ভিড় শুরু হয়। একপর্যায়ে ভিড়ের চাপে গোডাউনের মুল ফটকের লোহার গেট ভেঙে পড়ে গেটের নিচে থাকা ও ভিড়ে মানুষের পদদলিত হয়ে অন্তত ৭ জন আহত হয়। তাদের মধ্যে শহরের শিবনগর এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী শানু বেগমের মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

কালীগঞ্জ ফুড গোডাউনের কর্মকর্তা নাইম হোসেন জানান, সকাল থেকে টিসিবির পণ্য নিতে মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়। গোডাউনে উপস্থিত পুলিশ, কর্মকর্তা ও কর্মচারীদের সেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়। সর্বশেষ বিকেলের দিকে গেট ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

এ ঘটনার পর কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)