নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগর উপজেলায় প্রতিষ্ঠা পেয়েছে দারুল উলূম নওয়াপাড়া মাদরাসা। একই সাথে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার বেলা ১২ টার দিকে নওয়াপাড়া ধোপাদী মোড়ে অবস্থিত মাদরাসাটির অনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা ফুলবাড়িগেট ইমাদাদুল উলূম রশিদীয় মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুস শাকুর যশোরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের হোসেন, নওয়াপাড়া সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম, হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাসানুর রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি মুজিবর রহমান ও সমাজ সেবক মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম টুকু বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মুফতি সাজ্জাদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ জাহিদ হাসান লেন্টু, জিবরান এলাহী সীয়াম, মোসাব্বির রহমান অর্ঘ্য, তাহির বিশ্বাস, নজরুল ইসলাম, হারুন মোল্লা প্রমুখ। মাদরাসাটি দাতা ও প্রতিষ্ঠাতা নাজমুল হাসান লিটু ও বিলকিস রহমানের উদ্যোগে এটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নজেরা, হিফজ বিভাগ ও নূরানী বিভাগ ( প্লে থেকে দ্বিতীয় শ্রেনি) চালু করা হয়েছে মাদরাসাটিতে। এছাড়া আবাসিক-অনাবাসিক এবং ডে-কেয়ার কার্যক্রমও আছে এখানে। দিন শিক্ষা ছাড়াও প্রচলিত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান কতৃপক্ষ। ১ জানুয়ারি থেকে শ্রেনি কার্যক্রম শুরু হবে বলে জানান মাদরাসা কতৃপক্ষ। আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মুল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে মাদাসাটি। মাদরাসা উদ্বোধন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দোয়া করা হয়।