নিজস্ব প্রতিবেদক : যশোরের সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়ের সহধর্মিণী শামীমা আক্তার (৪৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান,আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন।
মরহুমার জানাজা বুধবার জোহরের নামাজের পর ঝুমঝুমপুর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে যশোর কারবালা গোরস্থানের দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর তিনি হঠাৎ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আইসিইউ ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার রবিউল ইসলাম তুহিন জানিয়েছেন, শামীমা আক্তার ব্রেনস্ট্রোকের পর নিউমোনিয়ায় আক্রান্ত হন।
শামীমা আক্তারের এই অকাল প্রয়াণে পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাতে বাড়িতে লাশ নিয়ে যাওয়ার সাথে সাথে আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা শেষবারের মতো মরহুমাকে দেখতে বাড়িতে ভিড় জমান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোর,সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিকে, সাংবাদিক নেতা শহিদ জয়ের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠন।