Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সভাপতি জয়প্রকাশ সম্পাদক আজিম

চালনা মোটরসাইকেল চালক সমিতির নির্বাচন সম্পন্ন

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:০৩:০২ এম

দাকোপ প্রতিনিধি: চালনা ডাকবাংলো মোটর সাইকেল চালক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে জয়প্রকাশ সভাপতি এবং আজিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে দাকোপ সদর চালনা ডাকবাংলার সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। ৮৭ ভোটারের মধ্যে ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে জয়প্রকাশ রায় (আনারস) প্রতীকে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল সরদার (হরিণ) প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে আজিম হাওলাদার (বাই সাইকেল) প্রতীকে ৬১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মোল্যা (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। এ ছাড়া সহসভাপতি পদে মহাসিন ফরাজী (দেয়াল ঘড়ি) প্রতীকে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবু রায় (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ২৫ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ৫ প্রতিদ্বন্দ্বীর মধ্যে বাবু হওলাদার (টেবিল) প্রতীকে ৬৬ ভোট, দিবাশীষ রায় (মোরগ) প্রতীকে ৫৯ ভোট, ইকরামুল গাজী (বটগাছ) প্রতীকে ৫২ ভোট এবং রবিউল ইসলাম (ফুটবল) প্রতীকে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে আ. কাদের সরদার এবং কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় দপ্তরের সাহাবুর লস্কর, হাফেজ মুর্শিদ আলম, মোস্তাফিজুর রহমান, রাজিব হাওলাদার। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রমজান গাজী, সদস্য সচিব আতর আলী শেখ এবং যুগ্ম আহবায়ক হাফেজ নজরুল ইসলাম সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)